বন্ধ OT মধ্যে জীবনের সংক্রমণ

0
97
An operating theater (OT)
An operating theater (OT)

সিভিল সার্জনের নেতৃত্বে চিকিৎসকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অস্ত্রোপচার করেন। আট মাসে চারটি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১২টি অস্ত্রোপচার।

একটি স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অপারেটিং থিয়েটার (ওটি) 5 বছর ধরে তালাবদ্ধ। যে কোনো 9 বছর। কোনটিতেই অপারেটিং রুমগুলি আবার খোলা হয়নি। পঞ্চগড় জেলার এই চিত্র ৯ মাস আগের।

আগের মতো এখনো অনেক সংকট রয়েছে। তবে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রুটিন অনুযায়ী অস্ত্রোপচার করা হচ্ছে। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী। তাকে সহায়তা করছেন সদর হাসপাতালের একদল চিকিৎসক। প্রত্যন্ত গ্রামের মানুষ প্রায় বিনামূল্যে এই সেবা গ্রহণ করছে।

গত ১৭ এপ্রিল আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে দীঘিপাড়া গ্রামের মুক্তি রানী নামের এক মেয়ে সন্তানের জন্ম দেন। তার স্বামী পার্শ্ববর্তী ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর কুচিপাড়ার বাসিন্দা বোধন চন্দ্র পেশায় ভ্যানচালক। বোধনের বোন বর্ষা রায় প্রথম আলোকে বলেন, চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন মুক্তির সিজারিয়ান করাতে হবে। বোধন চন্দ্র টাকা জোগাড় করতে ভ্যানটি বিক্রি করতে চেয়েছিলেন। পরে জানা গেল এখানে প্রতি বুধবার ফ্রি সিজারিয়ান করা হয়। “পরে আমরা (মুক্তি) এখানে নিয়ে আসি,” বৃষ্টি বলল। সিজারের একটি ছেলে আছে। ওষুধও দিয়েছেন কিছু। আমার ভাইকে ভ্যানটি বিক্রি করতে হয়েছিল যদি সে এখানে সিজার করতে না পারে। একটা বড় সুবিধা আমার ভাই।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার চারটি স্বাস্থ্য কমপ্লেক্সে গত বছরের আগস্ট (১৭ এপ্রিল) থেকে মুক্তি রায়ের মতো ২০৬ জন নারী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেছেন। 106টি অন্যান্য ধরণের ছোট অস্ত্রোপচার করা হয়েছিল। গত আট মাসে জেলার চারটি স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 312টি অস্ত্রোপচার করা হয়েছে।