সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালক নিহত

0
300
এমাদ পরিবহনের দুর্ঘটনা
এমাদ পরিবহনের দুর্ঘটনা

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের ধাক্কায় আমিনুল্লাহ কারিকর (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে মহাসড়কের ত্রিশ মাইল এলাকায় আগরওয়াল রিসোর্টের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক সাতক্ষীরার রসুলপুর এলাকার বরকত উল্লাহর ছেলে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে আগরওয়াল রিসোর্টের তত্ত্বাবধায়ক আব্দুর ছবুর জানান, আমিনুল্লাহ জীবিকা নির্বাহের জন্য ভ্যান নিয়ে ত্রিশ মাইল মোড়ে থাকতেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে তিনি পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে সড়ক দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ।