ইমাম ও মুয়াজ্জিনদের বেতন স্কেল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে: ধর্মীয় উপদেষ্টা

0
293
ইমাম ও মুয়াজ্জিনদের বেতন স্কেল প্রণয়ন
ইমাম ও মুয়াজ্জিনদের বেতন স্কেল প্রণয়ন

ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের বেতন স্কেল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা মিলনায়তনে এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এএফএম খালিদ হোসেন এসব কথা বলেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা বলেন, “হজ প্যাকেজের মূল্য কমানো হয়েছে। আমরা হজমন্ত্রীর আমন্ত্রণে আগামী সপ্তাহে সৌদি আরবে যাব এবং একটি চুক্তি সই করব। আমরা একটি যাকাত গঠনও করেছি। এ বছর আমরা ১২ কোটি টাকা এবং ২৫ কোটি টাকা ইমাম ও মুয়াজ্জিনদের বেতন স্কেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী বলেন, “আগামী নির্বাচনে প্রার্থী দিলে জনগণ কলাগাছকে ভোট দেবে না। প্রার্থীকে সৎ, যোগ্য, নির্ভীক, দক্ষ ও ধার্মিক হতে হবে। এবার ভোট দিতে আগ্রহী, আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।’

জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শহীদুল হক ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।