এই নামটা নিশ্চয়ই মনে আছে। লক্ষ্য ২৩৬ রান। ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে দল এখন ভয়াবহ অবস্থায়। আইরিশরা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রূপকথার গল্প লিখলেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
৬১ বলে ৬৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ৮ বল হাতে রেখেই বাংলাদেশের মেয়েদের জয় এনে দেন রিতু। আর ছক্কা মেরে জয়ের স্বাদ আরও একটু রঙিন করে তোলেন রিতু। সেই রিতুকে ছাড়া গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ।
প্রত্যাবর্তনের গল্প লেখার সময়, টানা দুটি জয়ের মাধ্যমে বিশ্বকাপের স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ছয় দলের বাছাইপর্ব, লীগ-ধাঁচের টুর্নামেন্টের শীর্ষ দুটি দল সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিট পাবে।
মন্তব্য করুন