ফিলিস্তিনিদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠলেও সেই আর্ত না যেন আরব সেকদের কানে উঠছে না তবে চুপ থাকবে না বাংলাদেশ চুপ থাকবে না এই জনপদের মানুষ তারই প্রমাণ হয়তো দিলেন বাংলাদেশের জনগণ এদেশের লাখ লাখ মানুষ সুদূর ফিলিস্তিনিদের জন্য বজ্র কণ্ঠে আওয়াজ তুললেন আর তাতেই যেন রীতিমতো হতভাগ দখলদাররা সেই সাথে গণমাধ্যমের গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে বাংলাদেশের প্রতিবাদ ইজরাইলের প্রথম সারির গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের একটি প্রতিবেদন নিয়ে শুরু হয়েছে।
টাইমস অফ ইসরাইল বলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের মানবতা বিরোধী হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সব ধর্ম বর্ণের প্রায় এক লাখ মানুষ তাদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় জনসমুদ্রে এ সময় শত শত ফিলিস্তিনি পতাকা হাতে অংশগ্রহণকারীদের কন্ঠে স্লোগান উঠে ফ্রি ফ্রি প্যালেস্টাইন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই কর্মসূচিতে অংশ নিয়ে ইজরাইলের প্রধানমন্ত্রী নেতা নিয়ে হুম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরব শেখদের ব্যঙ্গ করে পথ নাটক প্রদর্শন করে একদল যুবক।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয় মার্চ ফর গাঁজা কর্মসূচিতে সংহতি জানিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন রাজনৈতিক দল বিএনপি বিভিন্ন ইসলামিক দল এবং অংশ নেন।
বাংলাদেশের ১৭ কোটি মানুষের বসবাস স্বাধীন দেশটি ইজরাইলের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক রাখেনি এমনকি তারা স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরাইল শুধু টাইমস অফ ইসরাইল নয় বাংলাদেশের বিশাল বিক্ষোভের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এদিকে বাংলাদেশে বিক্ষোভের দিনেই ফিলিস্তিনে জোরেশোরে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন দখলদারদের প্রতিরক্ষা মন্ত্রী ইজরাইল কার্ডস এরই মধ্যে গাঁজার খান ইউনিস ও আশেপাশের এলাকা থেকে স্থানীয়দের সরে যেতে বলা হয়েছে এমন খবর জানিয়েছে ব্রিটিশ গণ মাধ্যম বি বি সি।
কার্ডস বলেছে গাজার বেশিরভাগ এলাকা জুড়ে সেনা বাহিনীর হামলা জোরেশোরে আরো বাড়াবে তিনি বলেন এরই মধ্যে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আই দিয়ে গাজার দক্ষিণ অংশের রাফা এবং খানিক শহরকে বিচ্ছিন্ন কারী একটি নিরাপত্তা অঞ্চল দখল করেছে।
মন্তব্য করুন