টুঙ্গিপাড়া এক্সপ্রেস যাত্রীদের ভোগান্তি হলো আজ ৯ঃ৪৫ এর গাড়ি ১১ টায় ২০ এ ছাড়লো। পরের ১০:০০, ১০ঃ০০, ১০ঃ৩০, ১১ঃ০০ টা এই গাড়িগুলোর কোন খবর মিলে না। যাত্রীরা দাঁড়িয়ে আছে কখন তাদের কাঙ্খিত টিকিট ক্যাটা গাড়ি কখন আসবে সেই অপেক্ষায়। কিন্তু পরবর্তী গাড়ির কোন খবর মিলে না পরবর্তী গাড়িগুলো কখন আসবে সেটা তারা কাউন্টার যোগাযোগ করলে কিছু বলতে পারেনা। যাত্রীদের ধারণা তারা মাঝপথ থেকে অন্য টিপ নিয়ে চলে যাচ্ছে কিন্তু কাঙ্খিত টিকিট কাটা যাত্রীগুলো বসে আছে ঘন্টার পর ঘন্টা। অন্যদিকে পাশে থাকা ইমাদ পরিবহন তারা আধা ঘন্টা আগে গাড়িগুলোর এলাম দিয়ে দিচ্ছে যে গাড়ি চলে আসছে আপনার গাড়িতে উঠে বসুন।
মন্তব্য করুন