খুলনায় অস্থায়ী মার্কেটে ভয়াবহ আগুন: খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে অস্থায়ী ঈদ মার্কেটে ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এতে ৪৪টি দোকান পুড়ে যায়।
৭৪ বছরের সাজাপ্রাপ্ত ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা: খুলনায় ৭৪ বছরের সাজাপ্রাপ্ত এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিখোঁজ বিএনপি নেতা উদ্ধার: নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিখোঁজের দুই মাস পর খুলনা থেকে উদ্ধার হয়েছেন।
খুলনায় গণ অধিকার পরিষদের কার্যালয় উচ্ছেদ: খুলনায় গণ অধিকার পরিষদের দখল করে বানানো কার্যালয় উচ্ছেদ করেছে ছাত্র-জনতা।
কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি জানিয়েছে। দাবি না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।
সুন্দরবনে বন কর্মকর্তার ওপর হামলা: সুন্দরবনে হরিণশিকারিদের হামলায় এক বন কর্মকর্তা আহত হয়েছেন।
২৫ কেজি হরিণের মাংসসহ ৫ শিকারি আটক: সুন্দরবনে অভিযান চালিয়ে ২৫ কেজি হরিণের মাংসসহ ৫ জন শিকারিকে আটক করা হয়েছে।
ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার: প্রশাসনের আশ্বাসে টানা তিন দিনের কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
মন্তব্য করুন